Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ভৌগলিক পরিচিতি

১৯২৪ সালে নলছিটি থানা প্রতিষ্ঠিত হয় এবং ১৯৮৩ সালে বর্তমান উপজেলার রূপ লাভ করে। বর্তমান বরিশালের পূর্ব নাম ছিল বাকেরগঞ্জ জেলা আর এ বাকেরগঞ্জ জেলার জেলা সদর দপ্তর ছিল নলছিটি উপজেলায় বারৈকরণ গ্রাম । বৃটিশ আমলে এশিয়া মহাদেশের সর্ববৃহৎ অয়েল এন্ড রাইস মিল মোহম্মদিয়া অয়েল এন্ড রাইস মিল এ উপজেলায় অবস্থিত। উপজেলার ০১ টি পৌরসভা, ১০টি ইউনিয়ন পরিষদ যেখানে ১৫০টি গ্রাম এবং ১৬৫টি মৌজা রয়েছে। উপজেলার মোট আয়তন ২৩৭.১৭ বর্গ কিলোমিটার । উপজেলার মোট জনসংখ্যা ২,১৪,৪১৮ জন এবং শিক্ষার হার ৬৩.০৯৬% (২০০১ সালের আদমশুমারী অনুযায়ী)। এখানে রয়েছে ১৬৩৯ সালের সুজাবাদের কেল্লা।