শিরোনাম
বঙ্গোপসাগরে সৃষ্ট “মহাসেন” নামক ঘূর্ণিঝড়ে গবাদী পশু ও হাসঁ-মুরগির সম্ভাব্য ক্ষয়ক্ষতি প্রতিরোধে জরুরী “উপজেলা ভেটেরিনারি টিম” গঠন।
বিস্তারিত
বঙ্গোপসাগরে সৃষ্ট “মহাসেন” নামক ঘূর্ণিঝড়টি যেকোন সময় এ অঞ্চলে আঘাত হানতে পারে মর্মে পূর্বাভাস পাওয়া গেছে । গবাদী পশু ও হাসঁ-মুরগির সম্ভাব্য ক্ষয়ক্ষতি প্রতিরোধে কর্তৃপক্ষের নিদের্শক্রমে “উপজেলা ভেটেরিনারি টিম” গঠন করা হ’ল।
কার্যপরিধি:
- গবাদী পশু ও হাসঁ-মুরগির খামারি/মালিকদের দূর্যোগ বিষয়ে অবহিতকরন এবং সচেতনা বৃদ্ধি করা ।
- দূর্যোগ পরবর্তিতে গবাদী পশু ও হাসঁ-মুরগির ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয়, তথ্য সংগ্রহ ও কর্তৃপক্ষের নিকট প্রেরণ ।
- দূর্যোগ উদ্ধুত পরিস্থিতিতে সম্ভাব্য সমস্যা চিহ্ণিতকরণ ও তাৎক্ষণিক সম্ভাব্য সমাধান ।
- ভেটেরিনারি সার্ভিস/গবাদী পশু ও হাসঁ-মুরগির চিকিৎসা/প্রাথমিক চিকিৎসা/পরামর্শ নিশ্চিত করা ।
- স্থানীয় প্রশাসন/জনপ্রতিনিধিদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করা ।
- নিয়মিত রিপোর্ট/প্রতিবেদন দাখিল করা ।
কোন কর্মচারী ছুটিতে থাকলে তার ছুটি বাতিল করা হ’ল । জনস্বার্থে এই আদেশ জারী করা হ’ল ।