নলছিটি পৌরসভাটি দেশের অতি প্রাচীন পৌরসভা। এটি বাংলাদেশের ২য় পৌরসভা। ঢাকা পৌরসভার পর নলছিটি পৌরসভা গঠিত হয়। ১৮৬৫ইং সালে নলছিটি পৌরসভা গঠিত হয়। পুরো ১০০(একশত) বছর পর ১৯৬৫ইং সালে নলছিটি পৌরসভা বিলুপ্ত ঘোসনা করা হয়। বিলুপ্ত হবার ২০(কুড়ি) বছর পর তৎকালিন সাংসদ জনাব আলহাজ্ব জুলফিকার আলী ভুট্টোর প্রচেষ্টায় ১৯৮৫ ইং সালে আবার নলছিটি পৌরসভা পুনঃ গঠিত হয়। ১৯৯৯ইং সালে বর্তমান সাংসদ জনাব আলহাজ্ব আমির হোসেন আমুর প্রচেষ্টায় পৌরসভাটিকে গ শ্রেনী থেকে খ শ্রেনীতে উন্নতি করা হয়।
আয়তনের দিক থেকে বাংলাদেশের যে কোন পৌরসভার চেয়ে পিছিয়ে নেই নলছিটি পৌরসভা। নলছিটি পৌরসভার আয়তন ২৪.১৬ বর্গ কিলোমিটার। লোকসংখ্যা প্রায় ৫০,০০০ (পঞ্চাশ) হাজার। পৌরসভার উত্তরে সুগন্ধার নদী। দক্ষিনে কুসংগল ইউনিয়ন। পুর্বে দপদপিয়া ইউনিয়ন এবং পশ্চিমে কুলকাঠী ইউনিয়ন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস