সিদ্ধকাঠিরায় চৌধুরীদের বাড়ি। কবি কামিনী রায়ের শশুর বাড়ী। মূল ভবনটি নাই। রংমহলসহকয়েকটি ভবনের অবশেষ আছে। ঘাট বাধানো পুকুর কালের সাক্ষী হয়ে আছে এখনো।সিদ্ধকাঠী স্কুলটি (১৮৯০) জমিদার জগৎপ্রসন্ন রায় চৌধুরী কর্তৃক প্রতিষ্ঠিতহয়ে এখনো স্বমহিমায় উজ্জ্বল হয়ে আছে। এ জমিদার বাড়িটি নলছিটি সদর থেকে ৩/৪কিঃমিঃ দক্ষিণে অবস্থিত সিদ্ধকাঠি গ্রামে অবস্থিত।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস