* আয়তনঃ ২১৪.২৪ বর্গঃ কিঃ মিঃ
* জনসংখ্যাঃ ২,১৪,৪১৮ জন।
* ঘনত্বঃ প্রতি কিঃ মিটারে ১০০০জন।
* নির্বচনী এলাকাঃ ১২৬-ঝালকাঠী-নলছিটি নির্বাচনী এলাকা-২
* ইউনিয়নঃ ১০ টি
* পৌরসভাঃ ০১ টি
* খানাঃ ৩২,৩৯০ টি।
* মৌজাঃ ১৩৫ টি
*সরকারী হাসপাতালঃ ০১ টি
*স্বাস্থ্য কেন্দ্র/ ক্লিনিকঃ ০৮ টি
*পোষ্ট অফিসঃ ২৯ টি
* নদ-নদীঃ ০৩
* হাটবাজারঃ ২১ টি
* ব্যাংকঃ ০৭ টি
উপজেলার নামকরণ
নলছিটি দক্ষিণবংঙ্গের প্রাচীনতম উপজেলাগুলোর মধ্যে অন্যতম ঐতিহ্যবাহী উপজেলা। উপজেলাটির নামকরণের পিছনে রয়েছে সূদীর্ঘ ইতিহাস। নলখাগড়া নামক গাছ হতে বর্তমান নলছিটির নামকরণ হয়েছে। ১৭৮৭ সালে রাজা রাজভল্লব এর দৌহিত্র মিঃ পিতাম্বর সেন শাহাজাদপুর পরগণার সুগন্ধা নদীর তীরে এসে নলখাগড়ার জঙ্গল পরিষ্কার করে একটি বন্দর তৈরী করেন। কালের স্রোত ধারায় সেই নলখাগড়ার নাম হতে বর্তমান নলছিটি নাম ধারণ করেছে। সে সময় নলছিটি একটি গুরুত্বপূর্ণ ব্যবসায়ী কেন্দ্র হিসাবে গড়ে উঠে। বিভিন্ন দেশ তথা চীন, বার্মা ও ইউরোপের বিভিন্ন দেশ হতে ব্যবসায়ীরা নৌকা যোগে এখানে আসত ব্যবসার কারণে। ১৮৬৫ সালে রাজধানী ঢাকার পরেই এখানে পৌরসভা প্রতিষ্ঠিত হয়। ১৯৮৩ সালে বর্তমান উপজেলায় রূপান্তর লাভ করে।
ভৌগোলিক অবস্থান
নলছিটি উপজেলা ২১.৫৩ হতে ২৩.০৪ উত্তর অক্ষাংশ এবং ৮৯.৫০ হতে ৯১.৫০ পূর্ব দ্রাঘিমার মধ্যে অবস্থিত। ইহার পশ্চিমে ঝালকাঠী সদর এবং রাজাপুর উপজেলা, উত্তরে সুগন্ধা নদী, ঝালকাঠী সদর উপজেলা এবং বরিশাল সদর উপজেলা অবস্থিত। পূর্বে বাকেরগঞ্জ উপজেলা এবং পায়রা নদী এবং দক্ষিণে বাকেরগঞ্জ উপজেলা অবস্থিত। ঝালকাঠী জেলা সদর হতে ১২ কিলোমিটার পূর্বে অবস্থিত।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS