১৯২৪ সালে নলছিটি থানা প্রতিষ্ঠিত হয় এবং ১৯৮৩ সালে বর্তমান উপজেলার রূপ লাভ করে। বর্তমান বরিশালের পূর্ব নাম ছিল বাকেরগঞ্জ জেলা আর এ বাকেরগঞ্জ জেলার জেলা সদর দপ্তর ছিল নলছিটি উপজেলায় বারৈকরণ গ্রাম । বৃটিশ আমলে এশিয়া মহাদেশের সর্ববৃহৎ অয়েল এন্ড রাইস মিল মোহম্মদিয়া অয়েল এন্ড রাইস মিল এ উপজেলায় অবস্থিত। উপজেলার ০১ টি পৌরসভা, ১০টি ইউনিয়ন পরিষদ যেখানে ১৫০টি গ্রাম এবং ১৬৫টি মৌজা রয়েছে। উপজেলার মোট আয়তন ২৩৭.১৭ বর্গ কিলোমিটার । উপজেলার মোট জনসংখ্যা ২,১৪,৪১৮ জন এবং শিক্ষার হার ৬৩.০৯৬% (২০০১ সালের আদমশুমারী অনুযায়ী)। এখানে রয়েছে ১৬৩৯ সালের সুজাবাদের কেল্লা।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS