Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

দর্শনীয় স্থান
সিদ্ধকাঠি জমিদার বাড়ী
সিদ্ধকাঠি রায় চৌধুরীদের বাড়ি। কবি কামিনী রায়ের শশুর বাড়ী। মূল ভবনটি নাই। রংমহলসহ কয়েকটি ভবনের অবশেষ আছে। ঘাট বাধানো পুকুর কালের সাক্ষী হয়ে আছে এখনো। সিদ্ধকাঠী স্কুলটি (১৮৯০) জমিদার জগৎপ্রসন্ন রায় চৌধুরী কর্তৃক প্রতিষ্ঠিত হয়ে এখনো স্বমহিমায় উজ্জ্বল হয়ে আছে। এ জমিদার বাড়িটি নলছিটি সদর থেকে ৩/৪ কিঃমিঃ দক্ষিণে অবস্থিত সিদ্ধকাঠি গ্রামে অবস্থিত।
যোগাযোগের মাধ্যম:বাস ও টেম্পু (ঝালকাঠি সদর থেকে)
ভাড়াঃ ২৫ টাকা (ঝালকাঠি সদর থেকে)
আবাসন: নলছিটি ডাকবাংলো
 
নলছিটি পৌর ভবন
১৮৬৫ সালে অবস্থিত নলছিটি পৌর সভার অফিস ভবনটি শতবর্ষের ইতিহাসের সাক্ষী। ভবনের সামনে লাইট পোস্ট দুটি শতবর্ষের পুরণো ইতিহাস মনে করিয়ে দেয়। তবে এত পুরনো পৌর সভা হওয়া সত্ত্বেও উহার তেমন উন্নয়ন পরিলক্ষিত হয় না।
যোগাযোগের মাধ্যম:বাস ও টেম্পু (ঝালকাঠি সদর থেকে)
ভাড়াঃ ২৫ টাকা (ঝালকাঠি সদর থেকে)
আবাসন: নলছিটি ডাকবাংলো
 
মার্চেন্টস্ স্কুল
মোগল সম্রাট জাহাঙ্গীরের আমলে আবাদকৃত নলছিটি একটি ঐতিহ্যবাহী ব্যবসা কেন্দ্র। এখানকার ব্যবসায়ীদের প্রতিষ্ঠিত মার্চেন্ট স্কুলটি এলাকায় ব্যবসায়ীদের জ্ঞান অনুরাগের পরিচয় দেয়। স্কুলটি নলছিটি উপজেলা সদরে অবস্থিত।
যোগাযোগের মাধ্যম:বাস (ঝালকাঠি সদর থেকে)
ভাড়াঃ ২০ টাকা (ঝালকাঠি সদর থেকে)
আবাসন: নলছিটি ডাকবাংলো
 
 
চায়না কবর
নলছিটি বন্দরের পৌরসভার সন্নিকটে অন্তীম শয়নে শায়িত আছেন অজ্ঞাত পরিচয় এক চীনা ব্যবসায়ী। সুদূর অতীতে নলছিটি বন্দরের পরিচিতি চীন পর্যন্ত বিস্তৃতি ছিল। তারই নিদর্শনস্বরুপ নলছিটি পুরান বাজারের নাম ছিল চীনা বাজার।
যোগাযোগের মাধ্যম:বাস (ঝালকাঠি সদর থেকে)
ভাড়াঃ ২০ টাকা (ঝালকাঠি সদর থেকে)
আবাসন: নলছিটি ডাকবাংলো
 
কুলকাঠি (শহীদিয়া)
ব্রিটিশ শাসনের সবচেয়ে মর্মান্তিক স্মৃতি কুলকাঠি। স্থানীয় হিন্দুদের ষড়যন্ত্রে ইংরেজ ম্যাজিস্ট্রেট ই এন ব্রান্ডি এর নির্দেশে গুর্খা সৈন্যরা মুসলমানদের উপর গুলিবর্ষণ করলে ১৯ জন নিহত হন। আহত হন আরও অনেকে। নিহত উনিশ জনের কবর আছে এখানে। নলছিটি থানার কুলকাঠি গ্রামে অবস্থিত। কলেজ খেয়াঘাট পার হয়ে ৩/৪ কিঃমিঃ এ গুলেই কুলকাঠি গ্রাম।
যোগাযোগের মাধ্যম:বাস ও টেম্পু (ঝালকাঠি সদর থেকে)
ভাড়াঃ ২৫ টাকা (ঝালকাঠি সদর থেকে)
আবাসন: নলছিটি ডাকবাংলো